নিরাপদে কক্সবাজার পৌঁছেছেন টেকনাফে বিকল হওয়া জাহাজের ৫৯ যাত্রী

|

কক্সবাজারে নিরাপদে ফিরেছেন টেকনাফে বিকল হওয়া জাহাজের ৫৯ জন যাত্রী। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দুটি বাসে করে তারা কক্সবাজার পৌঁছান।

এর আগে, সেন্টমার্টিন থেকে কক্সবাজারে ফেরার পথে সাগরে ইঞ্জিন বিকল হয়ে যায় এমভি গ্রিন লাইন-১ নামের একটি জাহাজ। পরে সেটি টেকনাফের বাহারছড়া এলাকায় নোঙর করা হয়। এতে আটকা পড়েন যাত্রীরা।

সেসময় গ্রিন লাইনের কক্সবাজারের ব্যবস্থাপক মোহাম্মদ সুলতান গণমাধ্যমকে জানান, সেন্টমার্টিন থেকে যাত্রা শুরু করে জাহাজটি টেকনাফের বাহারছড়া এলাকায় পৌঁছালে বৈদ্যুতিক শর্টসার্কিটে হঠাৎ জেনারেটর বন্ধ হয়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহও। তখনও কক্সবাজার পৌঁছাতে দরকার ৪ থেকে ৫ ঘণ্টা। এমতাবস্থায় রাতের আঁধারে পর্যটকদের নিরাপত্তা বিবেচনা করে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় জাহাজটি নোঙর করে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply