হাজারীবাগ থেকে ‘কিলার লিটন’ গ্রেফতার

|

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ, ১৪ মামলার এজাহারনামীয় আসামি লিটন হাওলাদার ওরফে কিলার লিটনকে (৪২) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা পুলিশ।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর হাজারীবাগের বাড়ৈখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লিটনের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের বাজিত খাঁ গ্রামে। তিনি হাজারীবাগের বাড়ৈখালী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, কিলার লিটন পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপি হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার নামে ডিএমপির হাজারীবাগ থানায় মাদক, চাঁদাবাজি, ছিনতাই মারপিটসহ ১৪টি মামলা রয়েছে। তাকে দীর্ঘদিন ধরে থানা পুলিশ, ডিবি ও র‍্যাব গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল। বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ৈখালী এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে হাজারীবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

তিনি আরও জানান– গ্রেফতার লিটন হাওলাদার চাঁদাবাজি, মারামারি, মারপিট, ছিনতাই ও মাদক ব্যবসার জন্য এলাকাবাসীর কাছে ‘কিলার লিটন’ হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply