রাশিয়ার হয়ে যুদ্ধ করার সময় ইউক্রেনে আটক উত্তর কোরিয়ার সেনা

|

রাশিয়ার হয়ে যুদ্ধ করার সময় উত্তর কোরিয়ার এক সেনাকে আটক করেছে ইউক্রেন। এসময় ওই সেনা আহত ছিলেন বলে জানা গেছে। খবর সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোরের।

শুক্রবার (২৭ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। ধারণা করা হচ্ছে, চলমান যুদ্ধে ইউক্রেনের কাছে উত্তর কোরিয়ার সেনা আটকের ঘটনা এটাই প্রথম।

কিয়েভ ও সিউলের অভিযোগ, রাশিয়াকে সহায়তায় এখন পর্যন্ত ১০ হাজার সেনা পাঠিয়েছে পিয়ংইয়ং। যাদের মধ্যে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। যদিও এই অভিযোগ নিয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেন রাশিয়া। সেনা পাঠানোর তথ্য স্বীকার করেনি উত্তর কোরিয়াও।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply