মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে টপ অর্ডার ব্যাটাররা দুর্দান্ত শুরু করেছিলেন। বিশেষ করে অভিষিক্ত স্যাম কন্সটাস। এই তরুণের সঙ্গে ওপেন করতে নামা উসমান খাজা ও তিনে নামা মার্নাস ল্যাবুশানে তিনজনই দেখা পান অর্ধশতকের। আর চারে নেমে সেঞ্চুরি করেছেন ব্যাটিং স্তম্ভ স্টিভেন স্মিথ। যদিও মিডল অর্ডার ব্যাটাররা ব্যর্থ হওয়ায় ৫০০-ছোঁয়া হয়নি অস্ট্রেলিয়ার।
ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিকরা থেমেছে ৪৭৪ রানে। দলের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেছেন স্মিথ।
৬ উইকেটে ৩১১ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল অজিরা। দ্বিতীয় দিন ১৬৩ রান যোগ করতে হারিয়েছে বাকি ৪ উইকেট। যেই রানের অধিকাংশ এসেছে স্মিথের ব্যাট থেকে। যদিও তাকে দারুণ সঙ্গ দিয়েছেন অধিনায়ক কামিন্স ও স্টার্ক।
আগের দিনই ফিফটি পেয়েছিলেন স্মিথ। আজ সকালে এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেন তিনি। ১৬৭ বলে ছুঁয়ে ফেলেন নিজের ৩৪তম সেঞ্চুরি। ভারতের বিপক্ষে এটি স্মিথের ১১তম সেঞ্চুরি। যা দেশটির বিপক্ষে সবচেয়ে বেশি তিন অঙ্কের ইনিংসের রেকর্ড। এতদিন ১০ সেঞ্চুরি নিয়ে জো রুটের সাথে এই রের্ক্ড ভাগাভাগি করেছিলেন স্মিথ। এবার নিজের করে নিলেন।
স্মিথের সেঞ্চুরির দিন তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন প্যাট কামিন্স। ৬৩ বলে ৪৯ রান এসেছে তার ব্যাট থেকে।এই জুটিতে ওঠে ১১২ রান। তাছাড়া ১৫ রান করেছেন মিচেল স্টার্ক। স্মিথের সাথে তার জুটি ৪৪ রানের।
ভারতের হয়ে ৯৯ রানে ৪ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার বুমরাহ। এছাড়া রবীন্দ্র জাদেজা ৩টি, আকাশ দীপ ২টি ও ওয়াশিংটন সুন্দর একটি উইকেট পেয়েছেন।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। আগের টেস্টে মিডল অর্ডারে ব্যাট করা অধিনায়ক রোহিত এই ইনিংসে নেমেছিলেন ওপেনিংয়ে। তবে ব্যর্থতা পিছু ছাড়েনি হিটম্যানকে। মাত্র তিন রান করে দলীয় ৮ রানে কামিন্সের শিকার হয়ে সাজঘরে ফেরেন রোহিত। এরপর রাহুলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ওপেনার জয়সোয়াল। দলীয় ৫১ রানে এবং ব্যক্তিগত ২৪ রানে কামিন্সের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরেছেন রাহুল।
এরপর জয়সোয়াল ও ভিরাট কোহলির ব্যাটে পাল্টা জবাব দিচ্ছিল সফরকারীরা। ১০২ রানের এই জুটি ভাঙে জয়সোয়ালের ‘পাগলাটে’ রানআউটে। এই তরুণ তুর্কি সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থাকতে রানআউট হয়ে সাজঘরে ফেরেন। ১৫৩ রানে তৃতীয় উইকেট হারানো ভারত পরের ৬ রান তুলতে হারিয়েছে আরও দুই উইকেট। জয়সোয়ালের বিদায়ের পর ৩৫ রানে সাজঘরে ফিরে যান সেটব্যাটার কোহলি ও নাইট ওয়াচম্যান আকাশ দীপ। শেষ পর্যন্ত ১৬৪/৫ স্কোরবোর্ডে দিন শেষ করেছে গৌতম গম্ভীরের দল। অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে ৩১০ রানে।
৬ রানে পান্ত ও ৪ রানে জাদেজা আছেন ক্রিজে। অজিদের হয়ে কামিন্স ও স্কট বোল্যান্ড দুইটি করে উইকেট নিয়েছেন।
/এনকে
Leave a reply