চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ড: নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

|

চাঁদপুরের মেঘনায় এমভি আল বাখেরা নামক জাহাজে ৭ জনকে হত্যার ঘটনার তদন্ত ও বিচারের দাবিতে গত বৃহস্পতিবার মধ্যে থেকে কর্মবিরতি শুরু করে পণ্যবাহী নৌযান শ্রমিকরা। তবে দাবি পূরণের আশ্বাস পাওয়ায় এই কর্মবিরতি স্থগিত করেছেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে আমাদের দাবিগুলো পূরণের ব্যাপারে আশ্বাস পেয়েছি। তাই আপাতত কর্মবিরতি স্থগিত করা হয়েছে।

নৌযান শ্রমিকদের দাবিগুলোর মধ্যে ছিল, জাহাজে ৭ শ্রমিক হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটন, হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার, নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি-ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ইত্যাদি।

উল্লেখ্য, গত সোমবার (২৩ ডিসেম্বর) চাঁদপুরের মেঘনা নদীর হাইমচরের ঈশানবালার মাঝেরচর সংলগ্ন মালবাহী জাহাজে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে জাহাজ থেকে পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে দুইজন মারা যান। পরদিন মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাগেরহাটের চিতলমারি থেকে আকাশ মন্ডল ওরফে ইরফান নামে একজনকে গ্রেফতার করা হয়।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply