সবার আগে নতুন বছরকে বরণ করলো অকল্যান্ড

|

শুরু হয়ে গেছে ‘২০২৫ সাল’ বরণের জমকালো আয়োজন। গ্রেগোরিয়ান পঞ্জিকার নতুন বর্ষকে সবার আগে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। আকাশে ফুলের মতো আতশবাজি ফুটিয়ে এ অঞ্চলের লোকজনকে নতুন বছরকে উদযাপন করতে দেখা গেছে।

আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে নতুন বছরকে আগে বরণ করার সুযোগ পায় এমন দেশগুলোর একটি নিউজিল্যান্ড। নতুন বছরকে আমন্ত্রণ জানানোর উৎসবে মেতে ওঠার ক্ষেত্রে বড় শহরগুলোর মধ্যে অকল্যান্ডের সুযোগ আসে সবার আগে।

নিউজিল্যান্ডের পাশাপাশি দেশ হওয়ায় একই সময়ে অস্ট্রেলিয়ায় খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানানো হয়। দেশটির তথা ওশেনিয়া মহাদেশের বৃহত্তম ও জনবহুল শহর সিডনির বাসিন্দারা সাদরে বরণ করে নেয় ইংরেজি নববর্ষকে।

ভৌগলিক কারণে সবার আগে নতুন বছরকে বরণ করতে নিউজিল্যান্ডের দ্বীপ অকল্যান্ডে স্কাই টাওয়ারের চোখ ধাঁধানো আলোর খেলা উপভোগে প্রথম প্রহরে সেখানে ভিড় করেন অনেকে। সবার মাঝেই বর্ষবরণের উৎসবের আমেজ।

নতুন বছরকে বরণে প্রস্তুত বিশ্বের অন্যান্য দেশও। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই উৎসবে মাতবেন হাজারও মানুষ। সময়ের পার্থক্যের কারণে আগামী ২৪ ঘণ্টাই চলবে বর্ষবরণের আয়োজন।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply