বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে রংপুর রাইডার্স। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৩৪ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল।
গতকাল উদ্বোধনী দিনে ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারিয়েছিল রংপুর রাইডার্স। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ফের মাঠে নেমে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সহজ জয় পেয়েছে নাহিদ রানারা।
জয়ের জন্য সিলেটের সামনে লক্ষ্য খুব বড় ছিল না। বিপিএলের এবারে আসরে মিরপুর যেভাবে রানের বন্যা বইয়ে দিচ্ছে, তাতে রংপুর রাইডার্সের করা ১৫৫ ছাড়িয়ে যাওয়া সিলেট স্ট্রাইকার্সের জন্য খুব কঠিন কাজ ছিল না।
কিন্তু সিলেট স্ট্রাইকার্সের ব্যাটাররা সেটা করতে সক্ষম হলেন না। জয়ের জন্য ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২১ রানে থেমে যায় সিলেট স্ট্রাইকার্স। রংপুর রাইডার্স ৩৪ রানের জয় পায়।
দলটির ১১ ব্যাটারের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল তিন ব্যাটার। এর মধ্যে ওপেনিংয়ে নেমে ৩৬ বলে ৪ চার এবং ১ ছক্কায় ৪১ রান করেন রনি তালুকদার। তবে সিলেটের অন্য ব্যাটাররা তাকে মোটেও সঙ্গ দিতে পারেননি। দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরের দেখা পাওয়া জাকের আলী ২৪ রান করতে খরচ করেছেন ৩৩ বল।
রংপুরের তরুণ পেসার নাহিদ রানা ২৭ রান খরচায় ৪ উইকেট তুলে নেন। দুটি করে উইকেট পান মোহাম্মদ সাইফউদ্দিন ও খুশদিল শাহ।
এর আগে, মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাট করতে নেমে ২৮ রান তুলতেই টপ অর্ডারের তিন ব্যাটার হারায় রংপুর। চারে নেমে রংপুরের হাল ধরেন পাকিস্তানি ক্রিকেটার ইফতিখার আহমেদ। চতুর্থ উইকেটে স্বদেশী খুশদিল শাহর সঙ্গে ৪১ এবং পরে পঞ্চম উইকেটে অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে ৬৫ রানের জুটি গড়ে দলকে লড়াকু স্কোরের পথে এগিয়ে দেন তিনি।
শেষ পর্যন্ত ৪২ বলে ৪ চার এবং ১ ছকায় ৪৭ রানে অপরাজিত থাকেন ইফতিখার, ৪ চার এবং ২ ছক্কায় ৪১ রান আসে সোহানের ব্যাটে। তাদের ব্যাটে ভর করেই ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রানের পুঁজি পায় রংপুর।
সিলেটের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও আল-আমিন হোসেন।
/এএম
Leave a reply