ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালানো হচ্ছে।
থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে প্রতিবছরই নানা আয়োজন হয়ে থাকে। প্রশাসন থেকে বিধি-নিষেধ দেয়া থাকলেও তা মানা হয় না। রাতে ফোটানো হয় পটকা, আতশবাজি। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর নিরাপত্তা ব্যবস্থা বেশি জোরদার করা হয়েছে।
এদিকে, ইংরেজি বর্ষবরণের নিরাপত্তায় অতিরিক্ত তিন হাজার পুলিশ মোতায়েন করেছে ডিএমপি। আতশবাজি, পটকা ফোটাতে নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে। আতশবাজি ফোটানো ও ফানুস উড়ানো বন্ধে মঙ্গলবার সন্ধ্যা থেকে মোবাইল কোর্ট পরিচালনা করছে পরিবেশ অধিদফতর।
অপরদিকে, নতুন বছরকে বরণে রাজধানীর অভিজাত হোটেলগুলো ঝলমলে আলোকসজ্জায় সেজেছে। নগরবাসীদের অনেকেই প্রিয়জন ও পরিবার নিয়ে সেখানে যাচ্ছেন। বর্ষবরণ উপলক্ষে হোটেলগুলো বিভিন্ন প্যাকেজও ঘোষণা করেছে।
/আরএইচ
Leave a reply