দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত

|

পরিচয় শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ১৭৯ আরোহীর। আজ বুধবার (১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মোক। তিনি জানান, শেষকৃত্যের আনুষ্ঠানিকতার প্রক্রিয়া শুরু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে চলছে তদন্ত। খবর দ্য গার্ডিয়ানের।

পরিবহন মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তদন্তে যোগ দিতে দেশটিতে পৌঁছেছেন আরও দুই মার্কিন কর্মকর্তা। দ্রুত উপসংহারে পৌঁছাতে দক্ষিণ কোরিয়ার ফেডারেল এভিয়েশন প্রশাসন, বোয়িং ও যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তাদের নিয়ে গঠিত হয়েছে তদন্ত কমিটি।

উল্লেখ্য, গত রোববার (২৯ ডিসেম্বর) মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় জেজু এয়ারের ফ্লাইট সেভেনসি ২২১৬। ঘটে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ। নিহত হন ১৮১ আরোহীর ১৭৯ জনই।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply