আউট বিতর্ক: জয়সওয়ালদের ‘মিথ্যাবাদী’ বললেন সাবেক ভারতীয় ক্রিকেটার

|

বক্সিং ডে টেস্টের পর দুই ভাগে ভাগ হয়েছে ক্রিকেট দুনিয়া। মেলবোর্ন টেস্টে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের এক সিদ্ধান্ত নিয়ে এখনও ক্রিকেটপাড়ায় আলোচনা চলছে। স্নিকোমিটারের ত্রুটি আমলে নিয়ে চোখের দেখায় জয়সওয়ালকে আউট দিয়ে ভারতীয় ক্রিকেট ভক্ত এবং গণমাধ্যমের তোপের মুখে পড়েছেন বাংলাদেশি এই আম্পায়ার।

অবশ্য ভারত অধিনায়ক রোহিত শর্মা, রবি শাস্ত্রী, রিকি পন্টিং, সাইমন টোফেল, হার্শা ভোগলেরা সৈকতের পক্ষে থাকলেও বিপরীত মেরুতে অবস্থান ভারতের সাবেক কোচ সুনীল গাভাস্কার ও বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লারা। কিন্তু সেই পথে হাঁটেননি আরেক ভারতীয় সাবেক ক্রিকেটার সুরিন্দর খান্না। উল্টো ভারতীয় দলকে মিথ্যাবাদী অ্যাখ্যা দিয়ে আগুনে ঘি ঢেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

ছবি: ভারতের হয়ে ১০টি ওয়ানডে খেলা খান্না

সুরিন্দর খান্না বলেন, সেখানে বিতর্ক তৈরির কোনো মানেই ছিল না। তারা ঘটানটিকে চারটি অ্যাঙ্গেল থেকে দেখিয়েছে, যেখানে বল গ্লাভসে স্পর্শ করতে দেখা গেছে এবং বলের গতিও কমে গিয়েছিল। আকাশ দীপও ক্যাচ আউট হওয়ার পর একইভাবে অভিযোগ জানিয়েছে। তারা মিথ্যাবাদী। আপনাকে প্রথমে সততার সঙ্গে খেলতে হবে, তবেই আপনি জেতা শুরু করবেন।

ভারতের ব্যাটিংয়ের কড়া সমালোচনাও করেছেন সুরিন্দর খান্না। বক্সিং ডে টেস্টের হারের জন্য ব্যাটারদের কাঠগড়ায় তুলেছেন তিনি। বলেন, ওরা কেমন ধরনের ব্যাটিং করছে? আইপিএল আসুক, দেখবেন এই খেলোয়াড়েরাই রান পাবে। অতি আক্রমণাত্মক টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং না করে ইতিবাচক খেলা উচিত। নতুন বছরে ভারতীয় দলের ভাগ্য পাল্টানোর আশা করছি।

বর্ডার-গাভাস্কার সিরিজে চার ম্যাচ শেষে ২-১ এ পিছিয়ে আছে ভারত। সিরিজ হার এড়াতে সিডনি টেস্টে জয়ের বিকল্প নেই সফরকারীদের। মেলবোর্ন টেস্ট হারার ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই থেকে একপ্রকার ছিটকেই গেছে রোহিত শর্মার দল। ফাইনালে যেতে হলে সিডনি টেস্ট জিততে হবে সেইসাথে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ হারের প্রার্থনা করতে হবে। তাই বলাই যায়, যদি-কিন্তুতে ভারতের সুযোগ থাকলেও ফাইনালের রেস থেকে তারা ছিটকেই গেছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply