আসিফ-হাসনাত-সারজিসসহ শীর্ষ বেশ কয়েক নেতার ফেসবুক আইডি উধাও

|

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ কয়েক নেতার ফেসবুক আইডি উধাও হয়ে গেছে। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডিও রাত সাড়ে ১০টার পর সার্চ দিয়ে পাওয়া যায়নি।

বুধবার (১ জানুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এ তথ্য জানানো হয়। তবে অনেকেই বলছেন, আইডিগুলো ডিজেবল হয়ে গেছে।

হাসনাত-সারজিসদের ফেসবুক আইডি উধাও হওয়ার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে Crack Platoon-Bangladesh Cyberforce নামে একটি পেজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিজেবল করা হয়েছে বলে দাবি করা হয়। অন্যরা হ্যাকিংয়ের ভয়ে আইডি ডিঅ্যাক্টিভ করে রেখেছে, এমন কথাবার্তাও শোনা যাচ্ছে।

এ বিষয়ে অ্যাক্টিভিস্ট সাইয়েদ আবদুল্লাহ জানান, গতকাল বিকেলে হঠাৎ একটি মেসেজ পান যে তার আইডিটি ডিজেবল করে দেয়ার চেষ্টা করা হচ্ছে। পরে সিকিউরিটি আপডেট করলেও পরে মেটার পক্ষ থেকে তার আইডিটি সাসপেন্ড করা হয়েছে।

তবে অন্তর্বর্তী সরকারের তথ্যপ্রযুক্তি নীতি উপদেষ্টা ফাইজ তাইয়্যেব আহমেদ তার ফেসবুক আইডিতে রাত ৯টার দিকে এক স্ট্যাটাসে বলেন– ‌‌যেসব আইডি ডাউন করা হয়েছে, সেগুলোর লিংক বা ভ্যালিড ইউআরএল দিন। এই স্ট্যাটাসের নিচে শতাধিক কমেন্টে গণঅভুত্থানে অংশ নেয়া বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ হ্যাক হওয়ার দাবি করা হয়েছে।

হাসনাত-সারজিস ছাড়াও ফেসবুক আইডি উধাও হওয়া ছাত্রনেতাদের মধ্যে রয়েছেন– চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফী, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম প্রমুখ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply