বিভিন্ন স্থাপনা নির্মাণের নামে দখল হওয়া খেলার মাঠ ও পার্ক উন্মুক্ত করে দেয়ার দাবিতে সমাবেশ ও সংক্ষিপ্ত মার্চ করেছে পরিবেশবাদীরা।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁও আনোয়ারা পার্কের সামনে জমায়েত হয়ে তারা এমন দাবি জানান।
শিশুদের খেলাধুলা ও জনসাধারণের হাঁটাচলার জন্য আনোয়ারা পার্ক, পান্থকুঞ্জ পার্ক, তাজউদ্দীন আহমদ পার্ক, ওসমানী উদ্যান, ধানমন্ডি মাঠসহ সব ধরনের মাঠ, পার্ক ও উদ্যান সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা বলেন– অন্তর্বতী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা (সৈয়দা রিজওয়ানা হাসান) একজন পরিবেশকর্মী। তাকে অবিলম্বে স্থাপনার নামে পরিবেশ ধ্বংস করা বন্ধের উদ্যোগ নিতে হবে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন পার্কে থাকা গাছ সংরক্ষণের দাবি জানানো হয় তাদের পক্ষ থেকে। সমাবেশের পর আনোয়ারা পার্ক থেকে পান্থকুঞ্জ পার্ক পর্যন্ত মার্চ করেন পরিবেশবাদীরা।
/এএম
Leave a reply