মেহেরপুর করেসপনডেন্ট:
মেহেরপুরে গাংনী উপজেলায় আলমগীর হোসেন নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলার সহড়াবাড়ীয়া গ্রামের ইচিখালীর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আলমগীর গাংনী পৌর এলাকার ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। তিনি বাঁশবাড়ীয়া গ্রামের মঈনউদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ইচিখালী এলাকার একটি ক্ষেতের পাশে তার পড়ে থাকতে দেখে কৃষকরা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ শনাক্ত করে। বুধবার সন্ধ্যায় আলমগীরকে গাংনী শহরে ঘােরাফেরা করতে দেখেছে অনেকে। রাত ১টার দিকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানায় পরিবার।
মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দ্রুত এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটক করতে হবে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল জানান, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনা সাথে জড়িতদের আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
/আরএইচ
Leave a reply