বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা গণতন্ত্রের কথা বলি, তবে গণতন্ত্র চর্চা করি না। বাংলাদেশের এই সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠেছে। এখানে বারবার গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হয়েছে।
আজ শুক্রবার (৩ জানুয়ারি) দিনাজপুর সরকারি কলেজে অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একসময় কলেজটির এই বিভাগের শিক্ষক ছিলেন বিএনপি মহাসচিব।
৫২/৫৩ বছরেও সুখী, শান্তিময় দেশ গঠন করতে না পারা রাজনীতিবিদদের ব্যর্থতা উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা এখানে রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি। নৈতিকতার একেবারে শেষ পর্যায়ে চলে গেছি। রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছি। কিন্তু সহনশীলতার মাধ্যমে আমরা যদি গণতন্ত্রের চর্চা করি, তাহলে গণতন্ত্র লাভ করতে পারব।
সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দাঁড়াতে সকলের কাছে আবেদন জানিয়েছেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে। কিন্তু ঐক্যের সাথে দেশটাকে নির্মাণ করার যে পথরেখা দেখাবে, এই জায়গায় আমাদের এখনও ব্যর্থতা আছে।
/এমএন
Leave a reply