মিয়ানমারে জাতিগত নিধন বন্ধ ও বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরাতে আসিয়ানভুক্ত দেশগুলোকে সাথে নিয়ে কাজ করবে মালয়েশিয়া। আজ সোমবার কক্সবাজারের কুতুপালং ক্যাম্প পরিদর্শন শেষে একথা জানান দেশটির উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি।
সকাল সাড়ে দশটার দিকে কুতুপালং ক্যাম্পে পৌঁছান মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী। কথা বলেন রোহিঙ্গাদের সাথে।
সমস্যা সমাধানে আসিয়ানভুক্ত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে জাহিদ হামিদি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া।
ক্যাম্প পরিদর্শনের সময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a reply