তিনদিনে নির্বাচন কমিশনে জমা পড়া ৫৪৩টি আবেদনের নিষ্পত্তি হচ্ছে আজ থেকে। ইতিমধ্যে প্রার্থীশূন্য হওয়া বগুড়া-৭ আসনে বিএনপির মোরশেদ মিল্টনের আপিল মঞ্জুর হয়েছে । এর মধ্য দিয়ে বগুড়া সাত আসনে প্রার্থী পেলো বিএনপি।
গতকাল কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানান, আবেদনের শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যরা অংশ নেবেন।
এছাড়া ঢাকা-২০ আসনে বিএনপির প্রার্থী তমিজ উদ্দিনেরও মনোনয়ন আপিলে মঞ্জুর হয়েছে। আপিল নিষ্পত্তি করে সাথে সাথে রায়ের কপি আবেদনকারীদের সরবরাহ করা হচ্ছে। শনিবার পর্যন্ত চলবে এ কার্যক্রম। আজ আপিল ক্রমিক ১ থেকে ১৬০, আগামীকাল ১৬১ থেকে ৩১০ এবং ৮ ডিসেম্বর ৩১১ থেকে ৫৪৩ ক্রমিকের শুনানি ও নিষ্পত্তি হবে।
কেবল মনোনয়ন বাতিলের বিরুদ্ধে প্রার্থীর আপিল নয়; বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের আবেদনও করা হয়েছে। সচিব জানান, দলগুলো যাদের প্রার্থী হিসেবে নিশ্চিত করে কমিশনে চিঠি দেবে তাদেরই দলীয় প্রার্থী হিসেবে বিবেচনা করবে ইসি।
Leave a reply