নড়াইল প্রতিনিধি
নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন ৫ জন।
সকালে কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস হোসেন ও ওলিয়ার মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আজ কান্দুরী গ্রামে ওলিয়ার মোল্যার লোকজন ধান কাটতে গেলে বাধা দেয় ইলিয়াস হোসনের সমর্থকরা। এসময় গুলি কোরে ও কুপিয়ে হত্যা করা হয় ইমান আলী মোল্যা ও রুকু মোল্যা নামে দু’জনকে। গুলিবিদ্ধ হয় আরও ৫ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
Leave a reply