নির্বাচনের পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব। বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলোকে বাংলাদেশের ভোট পর্যবেক্ষণের আহ্বান জানান তিনি।
বিকালে জাতীয় প্রেসক্লাবে জেএসডি’র নির্বাচনী ইসতেহার ঘোষণার সময় একথা বলেন তিনি।
নির্বাচন কমিশনের স্বচ্ছ্বতা নিয়েও প্রশ্ন তুলেন আব্দুর রব। মনোনয়ন বাতিলের ক্ষেত্রে সরকারি দলের সদস্যদের হাজার-কোটি টাকার ছাড় এবং ঐক্যফ্রন্ট প্রার্থীদের ক্ষেত্রে সামান্য কার্ডের বিলের উদাহরণও তুলে ধরেন তিনি। নির্বাচনী ইশতেহারে বিভিন্ন বিষয়সহ দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ ও ফেডারেশন পদ্ধতি সরকার গঠনের প্রস্তাব রেখে জেএসডি।
Leave a reply