আপিলেও বাতিল হলো রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন পত্র

|

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন পত্র আপিলেও বাতিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে শুনানি শেষে এই রায় দেয়া হয়।

এর আগে গত রোববার ঋণ খেলাপি হওয়ায় পটুয়াখালী-১ আসনের জাতীয় পার্ট ‘র মনোনীত প্রার্থী জাতীয় পার্টি’র মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন পত্র বাতিল করেছিলো জেলা রিটার্নি অফিসার। সোস্যাল ইসলামী ব্যাংক ঢাকার গুলশান শাখায় রুহুল আমিন হাওলাদার ঋণ খেলাপী হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছিলো।

এদিকে এবিএম রুহুল আমিন হাওলাদারের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি মনোনয়নপত্র বৈধতা পাওয়ার জন্য উচ্চ আদালতে আপিল করবেন।

তবে বরিশাল ৬ আসন থেকে নাসরিন জাহান রত্না,রুহুল আমিন হাওলাদারের স্ত্রীর নমিনেশন গ্রহণের বিরুদ্ধে আপিল নামঞ্জুর। তিনি নির্বাচন করতে পারবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply