রাষ্ট্রের তিনটি কাঠামো, আইন, শাসন ও বিচার বিভাগের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, গণতন্ত্র ও সুশাসনের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আইন সমিতি’র বার্ষিক সম্মেলনে তিনি এই কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনের শিক্ষার্থী এবং আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বলেন, মামলা লড়ার জন্যই আইন পেশায় আসা নয়, সত্য প্রতিষ্ঠাই আইনজীবীদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত।
আপিল বিভাগের সিনিয়র বিচারপতি মির্জা হোসেইন হায়দার এসময় বলেন, ভাল আইনজীবীদের গবেষণা ও সঠিক উপস্থাপনই পারে একটি ভাল রায়ের ব্যবস্থা করতে।
সম্মেলন শেষে, আইন সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়।
Leave a reply