আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির চেয়ারম্যান ড.ফরিদুজ্জামান ফরহাদ অভিযোগ করে বলেন, মহাজোটের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তাজার সমর্থকরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করছেন।
নড়াইলের লোহাগড়া রামনারায়ণ পাবলিক লাইব্রেরির হলরুমে বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ অভিযোগ করেন তিনি।
এসময় তিনি বলেন, ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে আমরা নিবার্চনী আচরণবিধি মেনে চলতে চাই। তাই নির্বাচন কমিশনের কাছে সমান সুযোগ-‘লেভেল প্লেয়িং’ ফিল্ড চাই। এ নিবার্চন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির আন্দোলনের অংশ। ৩০ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষ মার্কার বিজয়ের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।
তবে নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিকদার আজাদ রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কোনো নির্বাচনী সভা-সমাবেশ করছি না। ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভা করেছি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে না।
Leave a reply