আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আজ শেষ দিন শনিবার আপিল শুনানি চলছে। সকাল ১০ টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে। আজ শেষ দিনে বাকি ২৩৩ জনের আপিল শুনানি হবে।
আজ এ পর্যন্ত যাদের আপিল নিষ্পত্তি হয়েছে, তারা হলেন- এরশাদুর রহমান (নেত্রকোনা-১, বাতিল) , কামরুল ইসলাম মো. ওয়ালিদুল (ময়মনসিংহ-৪, বাতিল , আলমগীর কবির (ময়মনসিংহ-৯, বাতিল)।
নির্বাচন কমিশনে আপিল করে দ্বিতীয় দিন শুক্রবার প্রার্থিতা ফিরে পেলেন আরও ৭৮ নেতা। এর মধ্যে বিএনপির ২১, আওয়ামী লীগের একসহ ১৫টি রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আছেন ১৩ জন।
এদিন জাতীয় পার্টির সাবেক মহাসচিব পটুয়াখালী-১ আসনের রুহুল আমিন হাওলাদারসহ ৬৫ জনের আপিল নামঞ্জুর করেন নির্বাচন কমিশন। বিএনপি নেতা ময়মনসিংহ-৪ আসনের আবু জাফর জাহিদ হোসেন (এজেডএম জাহিদ হোসেন), কুড়িগ্রাম-৪ আসনের ইমরান এইচ সরকারও নামঞ্জুরের তালিকায় রয়েছেন।
শুনানিতে আওয়ামী লীগের দুজন ও বিএনপির একজন বৈধ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিল খারিজ করে দেয়া হয়েছে।
এর ফলে তাদের মনোনয়নপত্র বৈধ রয়ে গেল। এছাড়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ ৭ জনের আপিল আবেদন অপেক্ষাধীন রাখা হয়েছে।
শুক্রবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বে পুরো কমিশনের আপিল শুনানিতে এসব রায় দেয়া হয়।
জানা গেছে, শুক্রবার শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়া আওয়ামী লীগের একমাত্র প্রার্থী হচ্ছেন কুড়িগ্রাম-৪ আসনের মো. জাকির হোসেন। তার আপিল মঞ্জুর হয়েছে।
বিএনপির ২১ নেতা প্রার্থিতা ফিরে পেয়েছেন।
অন্য দলগুলোর মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ৪, জাকের পার্টি ৪, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬, বাংলাদেশে কমিউনিস্ট পার্টি ৫, খেলাফত মজলিস ৩, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ৩, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ১, গণফোরাম-১, ইসলামী ঐক্যজোট ৩, বিএনএফ ২, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ২ ও এলডিপির-১ জন এবং অন্যান্য ৯ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
এছাড়া ১৩ জন স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
Leave a reply