আজ ইসিতে চূড়ান্ত তালিকা পাঠাবে মহাজোট

|

৩০০ আসনের চূড়ান্ত তালিকা আজ নির্বাচন কমিশনে পাঠাবে মহাজোট। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত তালিকাটি নিয়ে নির্বাচন কমিশনে যাবে একটি প্রতিনিধি দল।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বরাবর দেয়া হবে চিঠি।

শুক্রবার মহাজোটের শরিক দলগুলোকে ৫৬টি আসনে ছাড় দেয় আওয়ামী লীগ। এরমধ্যে ৪০টি আসন জাতীয় পার্টির। আর নৌকা প্রতীকে শরিক ৬ দলকে ১৬টি আসন দিয়েছে ক্ষমতাসীনরা। একই সাথে একাধিক প্রার্থী থাকা ১৭টি আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

প্রথমবার একটি মাত্র আসনে নির্বাচনে দাড়াচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ-৩ আসন রেখে, স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জন্য রংপুর-৬ ছেড়ে দিয়েছেন তিনি। এদিকে শেষ পর্যন্ত ভোটে দাঁড়াচ্ছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply