চাপের কাছে নতি স্বীকার না করতে ইসিকে সতর্ক করে দিয়েছি: নানক

|

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, কোনো চাপের কাছে যেন নির্বাচন কমিশন নতি স্বীকার না করে, সে জন্য ইসিকে আমরা সতর্ক করে দিয়েছি। আজ শনিবার দুপুরে নানকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসিতে যায়। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এ মন্তব্য করেন নানক।

এদিকে শনিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি করে বিকালে সিদ্ধান্ত জানানোর জন্য পেন্ডিং রাখে ইসি। এরপরই আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যায় আওয়ামী লীগের প্রতিনিধিদলটি।

পরে নানক সাংবাদিকদের বলেন, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই।

এ সময় বিএনপি ও ঐক্যফ্রন্টের বিরুদ্ধে অভিযোগ তুলে আওয়ামী লীগ নেতা নানক বলেন, বিএনপি-ঐক্যফ্রন্ট-জামায়াত নন-ইস্যুকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। দেশের মানুষ উদ্বিগ্ন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply