গণফোরাম পেলো ৭ আসন

|

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল গণফোরামকে ৭টি আসন দিয়েছে বিএনপি। আজ শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ ঘোষণা দেয়া হয়।

গণফোরামের আসনগুলো হলো- সুব্রত চৌধুরী (ঢাকা-৬), মোস্তাফা মোহসীন মন্টু (ঢাকা-৭), এএইচএম খালেকুজ্জামান (ময়মনসিংহ-৮), রেজা কিবরিয়া (হবিগঞ্জ-২), অধ্যাপক আবু সাইয়িদ (পাবনা-১), মেজর জেনারেল (অব.) আমসা-আ-আমিন (কুড়িগ্রাম-৫) এবং মৌলভীবাজার-২ আসনে সুলতান মোহাম্মদ মনসুর।

বিএনপি এবার ২০ দল ও নবগঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টকে নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করবে। ৯ ডিসেম্বর রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর আগেই জোটের আসন বন্টন চূড়ান্ত করতে হবে।

ঐক্যফ্রন্টের পাশাপাশি ২০ দলীয় জোটকেও বেশ কিছু আসন ছাড়তে হবে বিএনপিকে। জামায়াতে ইসলামীকে ২০টির বেশি আসন দেয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে; যা আজ রাতেই চুড়ান্ত হতে পারে। দল হিসেবে জামায়াতের নিবন্ধন না থাকায় দলটির প্রার্থীরা এবার ধানের শীষেই নির্বাচন করবেন বলে জোটের সিদ্ধান্ত হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply