তামাবিল বন্দরে কর্মকর্তাদের ওপর বিজিবির হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ঢাকাসহ দেশের বিভিন্ন বন্দরের কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা।
আজ রোববার সকাল ১০টা থেকে শাহজালাল বিমানবন্দরের আমদানি শাখার বাইরে তারা অবস্থান নেন। বন্ধ রয়েছে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম।
তাদের মূল দাবি, ঐ হামলার সাথে সংশ্লিষ্ট বিজিবি সদস্যদের জবাবদিহিতার আওতায় আনা হোক। হুঁশিয়ারি দিয়েছেন, সুর্নিদ্দিষ্ট ব্যবস্থা গ্রহণের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন তারা।
সংকট সমাধানে এরই মাঝে জরুরি বৈঠকে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার বিকালে সিলেটের তামাবিল স্থলবন্দরের যাত্রীর ব্যাগ তল্লাশিকে কেন্দ্র করে বিজিবি ও কাস্টমস কর্মকর্তাদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে বিজিবি সদস্যরা কাস্টমস কর্মকর্তাদেরকে মারধর করেছেন বলে অভিযোগ করা হয়। দু’পক্ষের এই দ্বন্দ্ব নিরসনে আজ তামাবিল বন্দরে যাচ্ছেন সিলেট প্রশাসনের একটি দল।
Leave a reply