ভিকারুননিসা নূন স্কুল শিক্ষিকা হাসনা হেনার জামিন

|

ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের শ্রেণি শিক্ষিকা হাসনা হেনা জামিন পেয়েছেন। আজ বিকেলে ঢাকা মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে জামিন পান।
এরআগে তিনদিন ধরে হাসনা হেনার মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার সকাল ৮ থেকে বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের ১ নম্বর গেটের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। এসময় অভিভাবকদেরকেও তাদের সঙ্গে দেখা যায়।

মোবাইলফোন নিয়ে হলে প্রবেশ এবং নকল করার অপরাধে নবম শ্রেণির অরিত্রি অধিকারীর বাবা-মাকে ভিকারুননিসার অধ্যক্ষ তলব করেন ৩ ডিসেম্বর। সেদিনই শান্তিনগরের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে অরিত্রি।

পরে ৪ ডিসেম্বর রাতে রাজধানীর পল্টন থানায় ‘আত্মহত্যার প্ররোচনাকারী’ হিসেবে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার শিফট ইনচার্জ জিনাত আখতার ও প্রভাতী শাখার শ্রেণি শিক্ষিকা হাসনা হেনার বিরুদ্ধে মামলা করেন অরিত্রীর বাবা।

৫ ডিসেম্বর রাতে শিক্ষিকা হাসনা হেনাকে গ্রেপ্তার করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply