১৫ ওভার হাতে রেখেই ৫ উইকেটের সহজ জয়

|

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে উইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ১৯৬ রানের টার্গেট দিলে ৫ উইকেট হাতে রেখে এবং ১৫ ওভার বাকি থাকতে জয় তুলে নেয় টাইগাররা।

গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সবশেষ ওয়ানডের দল থেকে ৫ পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। টস জয়ী উইন্ডিজের বিপক্ষে বোলিং ওপেন করেন দুই স্পিনার সাকিব ও মিরাজ। ১০ রান করা কাইরন পাওয়েলকে আউট করেন সাকিব।

এরপর মাশরাফী শাই হোপ ও ড্যারেন ব্রাভোকে তুলে নিলে বিপদে পড়ে উইন্ডিজ। রোস্টন চেইজ ও কিমো পল ৩২ ও ৩৬ রানের দু’টি ইনিংস খেলে দু’শোর কাছাকাছি স্কোর নেন। মাশরাফী ও মোস্তাফিজ ৩টি করে উইকেট নেন, রুবেল-সাকিব ও মিরাজের শিকার একটি করে উইকেট।

এই ম্যাচ দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ২শ’তম ওয়ানডে খেলার রেকর্ড গড়লেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

১৯৬ রানের লক্ষ্যে ৫ রানের ব্যবধানে তামিম-ইমরুলের বিদায়ে চাপে পড়ে টাইগাররা। লিটন ও মুশফিক সেই চাপ জয় করেন ৪৭ রানের জুটিতে। লিটন ৪১ ও সাকিব ৩০ রান করেন। ক্যারিয়ারের ৩১তম হাফসেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply