লক্ষ্মীপুরে ১৮ জনের মনোনয়নপত্র প্রত্যাহার, মাঠে ২৪ প্রার্থী

|

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের ৪ টি সংসদীয় আসনে রবিবার (০৯ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। এখন নির্বাচনী মাঠে আছেন ২৪ জন প্রার্থী।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) জাকির হোসেন মোল্লা (জাতীয়পার্টি), সাহাবুদ্দিন তুর্কি (স্বতন্ত্র), হারুনুর রশিদ (বিএনপি), মাহবুব আলম (স্বতন্ত্র), এম এ গোফরান (জেএসডি)।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) মো.হারুনুর রশিদ (বিএনপি), এম এ ইউছুপ (জেএসডি), সৈয়দ বেলায়েত হোসেন বেলাল ( জেএসডি), রুহুল আমিন ভূঁইয়া (স্বতন্ত্র), শাহ আহমদ বাদল (গণ ফোরাম)। লক্ষ্মীপুর-৩ আওম শফিক উল্লাহ (গণ ফোরাম), গোলাম ফারুক পিংকু (আওয়ামীলীগ), এম এ সাত্তার (স্বতন্ত্র), মোহাম্মদ উল্লাহ (বাংলাদেশ মুসলিমলীগ), সাহাবুদ্দিন সাবু (বিএনপি), সৈয়দ বেলায়েত হোসেন বেলাল (জেএসডি)।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) মোহাম্মদ আব্দুল্লাহ ( আওয়ামীলীগ), মাহমুদা বেগম (স্বতন্ত্র) মনোননয়নপত্র প্রত্যাহার করেছেন।

এছাড়া সংসদ নির্বাচনে যারা প্রার্থীতা করছেন যারা, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন মো. শাহাদাত হোসেন সেলিম(এলডিপি), আনোয়ার খান (আওয়ামীলীগ), মো. আলমগীর হোসেন (বাংলাদেশ জাতীয় পার্টি), রেজাউল করিম (বাংলাদেশ মুসলিমলীগ), মো. রফিকুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোশারফ হোসেন (এনপিপি), সিরাজ মিয়া (বিএনএফ)।

লক্ষ্মীপুর-২( সদর আংশিক ও রায়পুর) মো. আবুল খায়ের ভূইঁয়া (বিএনপি), মোহাম্মদ নোমান (জাতীয় পার্টি), শেখ ফায়েজ উল্যাহ শিপন (বাংলাদেশ মুসলীম লীগ), মো হেলাল উদ্দিন (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ), শাহজাহান পাটোয়ারী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোহাম্মদ শহিদ ইসলাম (স্বতন্ত্র)।

লক্ষ্মীপুর-৩ (সদর) একেএম শাহজাহান কামাল (আওয়ামীলীগ), শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী (বিএনপি), মো. ইব্রাহিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), সেলিম মাহমুদ (এনপিপি), নুর মোহাম্মদ (বাংলাদেশ জাতীয় পার্টি)।

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আ স ম আবদুর রব (জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি) ), আবদুর রাজ্জাক চৌধুরী, বাংলাদেশ জাতীয় পার্টি, আবদুল মন্নান (বিকল্পধারা), মিলন কৃষ্ণ মন্ডল (বাসদ), তানিয়া রব (জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)), মো. শফিকুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। মোট ২৪জন প্রার্থী আগামী সংসদ নির্বাচনে প্রার্থীতা করবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply