অযোধ্যায় দ্রুত রামমন্দির নির্মাণের দাবিতে দিল্লিতে বিশাল সমাবেশ করেছে ভারতের হিন্দুত্ববাদীরা। রোববার ডানপন্থি হিন্দুত্ববাদী দল- বিশ্ব হিন্দু পরিষদের ডাকে রামলীলা ময়দানে জড়ো হয় প্রায় ৫০ হাজার মানুষ।
পার্লামেন্টের আগামি অধিবেশনেই রামমন্দির নির্মাণে অধ্যাদেশ জারির দাবি জানায় উপস্থিত সংগঠনগুলো।
হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ -আরএসএসের নেতা সুরেশ জোশির দাবি, রামমন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে বর্তমান সরকার। তাই তাদের উচিত দ্রুত জনগণের দাবি মেনে নেয়া। এর আগে মন্দির নির্মাণে দ্রুত প্রয়োজনীয় আইনের দাবি জানিয়েছিল আরএসএস। তবে দ্রুত রায় প্রদানে অসম্মতি জানিয়ে ভারতের সর্বোচ্চ আদালত জানায়, আগামি জানুয়ারিতে শুরু হবে এ বিষয়ক শুনানি। আদালতের সিদ্ধান্তের পরই জোরালো দাবি ওঠে অধ্যাদেশ জারির বিষয়ে।
Leave a reply