রাজধানীর বনশ্রীতে গুলি করে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারকে প্রাণনাশের চেষ্টা ও স্বর্ণ লুটের ঘটনায় কাউকে গ্রেফতার না করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্বজন ও ব্যবসায়ীরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রামপুরা থানার সামনে বনশ্রীতে অলঙ্কার জুয়েলার্সের সামনে বিভিন্ন ব্যানারে তারা একত্রিত হয়ে এই বিক্ষোভ সমাবেশ করেন। পরে বনশ্রীতে তারা সড়ক অবরোধ করে, এতে যান চলাচল কিছুক্ষণ বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা জানান, সন্ত্রাসীদের চাঁদা দেয়া বন্ধ করায় এমন হামলার ঘটনা ঘটেছে। টাকা পাঠানোর ম্যাসেজের সূত্র ধরেই আসামি ধরা যায়, সেখানে পুলিশ নীরব। এসময় রামপুরা থানা পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করে জুয়েলার্স মালিক সমিতির নেতারা অবিলম্বে আসামিদের গ্রেফতারের দাবি জানান। ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ ব্যর্থ বলে অভিযোগ করেন তারা।
পুলিশ জানায়, এ ঘটনায় আসামিদের আইনের আওতায় আনতে কাজ করছে প্রশাসন। তদন্তের স্বার্থে আসামির তথ্য এখনি জানানো যাচ্ছে না বলেও দাবি থানা পুলিশের।
/এসআইএন
Leave a reply