৫ রাজ্যে নির্বাচন: বিজেপির ভরাডুবি, কংগ্রেসের জয়জয়কার

|

ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন দল বিজেপির ভরাডুবি হয়েছে। অন্যদিকে জয়জয়কার চলছে বিরোধী দল কংগ্রেসের। ৫ রাজ্যের তিনটিতে ঘোষিত চুড়ান্ত ফলাফলে ইতোমধ্যে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। আর দুইটিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে স্থানীয় দুটি দল। বিজেপি কোথাও সরকার গঠন করতে পারলো না।

রাজস্থানের ১৯৯ আসনের মধ্যে সবগুলোর ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ১০২ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। আর ৭২ আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে বিজেপি। ছত্তিশগড়ে ৯০ আসনের মধ্যে ৬৩টি পেয়েছে কংগ্রেস, ১৮টি পেয়ে দ্বিতীয় বিজেপি। মধ্যপ্রদেশে ২৩০ আসনের মধ্যে ১১৩টি পেয়েছে কংগ্রেস আর ১০৯টি বিজেপি। তেলেঙ্গানায় সরকার গঠন করবে টিআরএস আর মিজোরামে এমএনএফ। এই দুই রাজ্যে কংগ্রেস আসনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে। বিজেপি দুই রাজ্যে মাত্র দুটি আসন পেয়েছে!

এদিকে, নির্বাচনে বিজেপির ভরাডুবি দেখে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটে তিনি বলেছেন, মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন। এটা জনতার রায় এবং জনতার জয়। এই জয় গণতন্ত্রের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply