সরকার ভোটের পরিবেশ বানচালের চেষ্টা করছে: মান্না

|

বগুড়া ব্যুরো

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেছেন, জনসমর্থন হারিয়ে ফেলার আতঙ্কে সরকার ভোটের পরিবেশ বানচালের চেষ্টা করছে। যে কারণে বগুড়া-৫ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থীর গাড়িবহরে হামলা হয়েছে। কিন্তু জোটের প্রার্থী-সমর্থকরা সরকারের এমন অপচেষ্টা মাথায় রেখেই নির্বাচনের মাঠে থাকবে। মঙ্গলবার বগুড়ায় নিজের আসনে নির্বাচনী পথসভা শেষে যমুনা নিউজকে এসব কথা বলেন তিনি।

বগুড়া-২ আসনের এই প্রার্থী বলেন, শিবগঞ্জেও মহাজোটের প্রার্থীরা ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। প্রচারণার প্রথম দিন সোমবার ঐক্যফ্রন্ট উপজেলার মোকামতলা এলাকায় পথসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করতে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতিও পেয়েছিলো। কিন্তু মহাজোটের প্রার্থী একই সময় একই এলাকায় পথসভার ঘোষণা দেয়ায় তারা স্থান পরিবর্তন করেছেন। পরিবেশ শান্ত রাখার স্বার্থে ওই পথসভাটি মঙ্গলবার বিকেলে নির্বাচনী এলাকার মোকামতলা বাজারে করতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের এখনো পুলিশি হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ এই ঐক্যফ্রন্ট নেতার। তবে নির্বাচনের পরিবেশ শান্ত রাখার স্বার্থে সরকারের এসব অপচেষ্টা এবং প্রশাসনিক হয়রানি মাথায় রেখে ঐক্যফ্রন্ট নির্বাচনী প্রচারে থাকবে বলে জানান মান্না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply