অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জো সালদানা। আলোচিত ‘এমিলিয়া পেরেজ’ ছবিকে অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার পেলেন সালদানা। সোমবার (৩ মার্চ) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, পুরস্কার পেয়ে দর্শকদের উদ্দেশে জো সালদানা বলেন, ‘এই সম্মান পেয়ে আমি অভিভূত। ১৯৬১ সালে, আমার দাদী এই দেশে এসেছিলেন। আমি গর্বিত একজন অভিবাসী বাবা-মায়ের সন্তান। আমি ডোমিনিকান বংশোদ্ভূত প্রথম আমেরিকান, যে একাডেমি অ্যাওয়ার্ড গ্রহণ করছে।’
তিনি আরও বলেন, ‘এই পুরস্কার পাওয়ার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। কারণ-এই চরিত্রে আমি গান গাওয়ার ও স্প্যানিশ ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। যদি আমার দাদি আজ বেঁচে থাকতেন, তিনি অত্যন্ত আনন্দিত হতেন।’
/এআই
Leave a reply