এবার ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) সেরা ছবির পুরস্কার জিতেছে ‘আনোরা’। এছাড়াও এটি সেরা পরিচালক, সেরা অভিনেত্রীসহ মোট পাঁচটি বিভাগে পুরস্কার পেয়েছে।
সোমবার (৩ মার্চ) সকালে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে অস্কারের আয়োজন, সেখানেই বাজিমাত করলো আমেরিকান যৌনকর্মীর সঙ্গে রুশ গ্যাংস্টারের ছেলের প্রেমের ছবি ‘আনোরা’।
এর আগে, এ সিনেমার জন্য সেরা নির্মার্তার পুরস্কারে ভূষিত হয়েছেন শন বেকার এবং মাইকি ম্যাডিসন হয়েছেন সেরা অভিনেত্রী।
‘আনোরা’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘এমিলিয়া পেরেজ’, ‘কনক্লেভ’– এই চার সিনেমার মধ্যে থেকে একটি জিতবে সেরার পুরস্কার; আগেই এমন পূর্বাভাস দিয়েছিলেন সমালোচকেরা। শেষ পর্যন্ত সেরা সিনেমার নাম ঘোষণায় উচ্চারিত হলো ‘আনোরা’।

গত বছর কান উৎসবে স্বর্ণপাম জেতা সিনেমাটি প্রযোজনা করেছেন শন বেকার ও তার স্ত্রী সামান্থা কোয়ান। ২০২৪ সালের ২১ মে কান উৎসবে প্রিমিয়ার হয় আনোরা। প্রদর্শনীর পর ১০ মিনিট ধরে দর্শকের স্ট্যান্ডিং ওভেশন পায় ছবিটি।
এদিকে, অস্কারের এবারের আসরে সেরা তথ্যচিত্রের পুরস্কার পেয়েছে ইসরায়েলি সাংবাদিক যুবাল আব্রাহাম এবং ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা বাসেল আদ্রার নির্মিত তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’। আর সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার পেয়ছে ব্রাজিলের ‘আই অ্যাম স্টিল হিয়ার’।
/এএম
Leave a reply