পিরোজপুর করেসপনডেন্ট:
সৌদিগামী ছেলেকে বিদায় জানাতে এসে চিরবিদায় নিলেন বাবা। সন্তানকে বিদায় জানাতে এসে অগ্নিকাণ্ডে মারা যান শহিদুল ইসলাম মিরন। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর শাহজাদপুরের বাশতলা এলাকার একটি বহুতল ভবনে রেস্তোরাঁয় লাগা আগুনের ঘটনায় তিনি নিহত হন।
নিহত ব্যক্তি হলেন, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ২ নং নদমুলা শিয়ালকাঠি ইউনিয়নের দারুলহুদা গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম মিরন।
জানা যায়, সৌদিগামী ছেলেকে বিদায় দিতে নিজ এলাকা ভাডারিয়া থেকে গত ২ মার্চ রোববার রাতে ঢাকায় গিয়ে পরের দিন ৩ মার্চ সোমবার সকালে শাহজাদপুরে আবাসিক হোটেল সৌদিয়ায় উঠেছিলেন বাবা ছেলে। কিন্তু ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ভবনের ৪র্থ তলার ৪০২ নং কক্ষে অবস্থান করছিল শহিদুল ইসলাম মিরন ও তার ছেলে মুনিম জোমাদ্দার ও তার শ্যালক মো. হিরন তালুকদার।
অগ্নিকাণ্ডের ঘটনার কিছু সময় আগে তার ছেলে ও শ্যালক কাজের জন্য বাহিরে আস। পরে তারা হোটেলের সামনে এসে আগুন জ্বলতে দেখে। এসময় ছেলে মুনিম জোমাদ্দার বাবা শহিদুল ইসলাম মিরনকে ফোন করলে তিনি বলেন, চারিদিকে শুধু ধোয়ায় অন্ধকার আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না।
এটাই ছিল বাবার সাথে ছেলের শেষ কথা। কিন্তু পরে তারা জানতে পারে অগ্নিকাণ্ডের ঘটনায় তারা বাবা প্রাণ হারিয়েছেন। পরবর্তীতে স্বজনরা কর্তৃপক্ষের যথাযথ প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার সকালে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে এসে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
/এসআইএন
Leave a reply