জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, ভবিষ্যতের জন্য ব্যবসা বান্ধব রাজস্বনীতি প্রণয়ন করা হবে। পাশাপাশি একক ভ্যাট হার প্রণয়নেরও উদ্যোগ নেয়া হবে।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে কয়েকটি ব্যবসায়ী সংগঠনের সঙ্গে প্রাক-বাজেটের আলোচনায় এ কথা বলেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, দেশীয় উদ্যোগ যাতে বিকশিত হতে পারে সেদিকে নজর দেয়া হবে। এরইমধ্যে সহনীয় রাজস্ব ব্যবস্থা প্রণয়নে কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, কর তো ব্যয়ের ওপর দিতে হয় না। তাহলে সমস্যা কোথায়। কর অব্যাহতির দাবি মানা সম্ভব নয়। অব্যাহতির পরিমাণ ধীরে ধীরে কমিয়ে এনে পুরোপুরি তুলে দেয়া হবে। এ সময় কর দিয়ে কেউ দেওলিয়া হয় না বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় ১০ থেকে ১৫ আসনের হাইয়েস প্রকৃতির মাইক্রোবাসের ওপর থেকে সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানায় রিকন্ডিশন মোটরযান ব্যবসায়ী সংগঠন। এছাড়া, আবাসন খাতে গেইন ট্যাক্স, স্ট্যাম্প শুল্ক, নিবন্ধন ফি, স্থানীয় সরকার ফি এবং ভ্যাট সহণীয় করা দাবি জানায় রিহ্যাব।
/আরএইচ
Leave a reply