হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা ঘটনায় গ্রেফতার ২

|

রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ মোহাম্মাদ সাইফুর রহমানকে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) ফরিদপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রুপা ও নাজিম। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।

গতকাল সোমবার ভোরে রাজধানীর উত্তরার ভাড়া বাসায় সাইফুর রহমানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি কলেজটির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

জানা গেছে, সাইফুর রহমান ভূঁইয়া পরিবারসহ রাজধানীর শান্তিনগর এলাকায় বসবাস করতেন। তবে সম্প্রতি উত্তরখান থানার একটি ভাড়া বাসায় একাই থাকতেন তিনি।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, সাইফুর রহমান ভূঁইয়ার শরীরে বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের দাগ রয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply