আজ চীনের বোয়াও সম্মেলনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা

|

চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় দ্য বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলনে আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলনটির উদ্বোধনী অধিবেশনে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার বক্তব্য দেয়ার কথা রয়েছে।

বক্তব্য দেয়ার পর দুপুর ২টায় দেশটির খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু দোংইউ ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ও রাশিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গেও প্রধান উপদেষ্টার সাক্ষাতের কথা রয়েছে।

এদিকে, বোয়াও ফোরামের পাশাপাশি তিনি বিশ্বখ্যাত এবং চীনের বড় বড় কোম্পানির প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

আগামীকাল শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ে অধ্যাপক ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। পরদিন ২৯ মার্চ ড. মুহাম্মদ ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে (পিকেইউ) বক্তৃতা দেবেন। বিশ্ববিদ্যালয়টি প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।

/আরএইচ/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply