হাদিস গবেষণায় মদিনায় নির্মিত হচ্ছে ‘কিং সালমান কমপ্লেক্স’

|

সৌদি আরবের মদিনায় বাদশাহ সালমানের নামে নবী (সা.)-এর হাদিস সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার এক রাজকীয় সমনে বাদশাহ এ ঘোষণা দেন।

মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনের পরেই হাদিসের স্থান। নবী মুহাম্মদ (সা.)- এর সুন্নত সমুন্নত রাখতে এবং হাদিসের রকমভেদ, অনুসন্ধান ও গবেষণার জন্য এ কেন্দ্রটি পরিচালনা করা হবে।

‘কিং সালমান কমপ্লেক্স’-এ হাদিস বিষয়ে বিশ্বখ্যাত পন্ডিত ব্যক্তিবর্গকে নিয়ে একটি পরিষদ গঠন করা হবে। রাজকীয় সমনের মাধ্যমেই প্রেসিডেন্ট ও সদস্যদের নিয়োগ দেয়া হবে বলে জানা গেছে।

সালমানের এ ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার সৃষ্টি হয়েছে। সৌদি আরবের অনেকে মনে করছেন হাদিস সংরক্ষণ ও গবেষণায় এ কেন্দ্র প্রতিষ্ঠা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

যমুনা অনলাইন: আরএএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply