নির্বাচনে যারা পরাজিত হয় তারা কমিশনের কার্যক্রমকে অপছন্দ করে,তাই সবার কাছে ইসির গ্রহণযোগ্য হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট- ইটিআই অডিটোরিয়ামে একাদশ সংসদ নির্বাচনের ফলাফল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফলাফল ব্যবস্থাপনা ওপর পুরো নির্বাচন ব্যবস্থার ভাবমূর্তি নির্ভর করে বলে জানান, রফিকুল ইসলাম।
তিনি বলেন, যেকোনো ফলাফল হাতে পেয়ে তা ইনপুট দেয়ার আগে অবশ্যই যাচাই করতে হবে। বিভ্রান্তি এড়াতে প্রয়োজনে রিটার্নিং কর্মকর্তার শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি। ফলাফল ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট দুই শতাধিক ডাটা অফিসারকে প্রশিক্ষণ দিচ্ছে ইসি।
Leave a reply