বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র এয়ার উইং-এর জন্য দুটি হেলিকপ্টার কেনা হচ্ছে। এতে বাহিনীটি আরো শক্তিশালী হবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সকালে বিজিবির সদর দপ্তরের সম্মেলন কক্ষে ‘রাশিয়া হেলিকপ্টার’স-এর সাথে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, স্বতন্ত্র বাহিনী হিসেবে বিজিবি এরইমাঝে তাদের দক্ষতা প্রমাণ করেছে। সীমান্ত নিরাপত্তায় এ বাহিনীকে আরো আধুনিক করার লক্ষ্যে হেলিকপ্টার কেনা হচ্ছে। অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো: সাফিনুল ইসলামসহ রাশিয়ার দূতাবাসের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a reply