রাখাইনে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের জন্য মিয়ানমার সেনাবাহিনীকেই দায়ী করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এ জন্য মিয়ানমার সেনাবাহিনীকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান তিনি।
বুধবার, ওয়াশিংটন সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ থিঙ্ক ট্যাঙ্কের সাথে আলোচনায় রাখাইনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন টিলারসন। চুপ করে বসে না থেকে দ্রুত বিষয়টির সমাধানের প্রতি জোর দেন তিনি। এদিকে, মিয়ানমার সেনাবাহিনীর ওপর অবরোধ আরোপের আহ্বান জানিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদের ৪০ সদস্য। অবরোধ ও নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে তাদের স্বাক্ষর করা এক চিঠি এরই মধ্যে পাঠানো হয়েছে পররাষ্ট্র দপ্তরে। চিঠিতে রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য যথাযথ পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে ট্রাম্প প্রশাসনকে। গত ২৫ আগস্টে রাখাইনে সহিংসতার জেরে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৫ লাখ ৮২ হাজাররে বেশি রোহিঙ্গা।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply