মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সেনা নিপীড়নকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করার দাবি জানালো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন- ওএইচসিএইচআর। সংস্থার এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান জয়োতি সাংঘেরা বলেন, মানবতাবিরোধী অপরাধের সব ধরনের আলামত মিলেছে রাখাইনে।
এর আগে রোহিঙ্গাদের ওপর সেনা নিপীড়ণকে ‘জাতিগত নিধনের জলজ্যান্ত প্রমাণ’ হিসেবে আখ্য দিয়েছিলেন সংস্থাটির হাই-কমিশনার। জয়োতি সাংঘেরা বলেন, আইনিভাবে একে ‘গণহত্যা’ বলা হলে, আনুষ্ঠানিকভাবে বিষয়টি মোকাবেলা করা যাবে। বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক দেশত্যাগে বাধ্য করা, গণধর্ষণ ও লুটপাটের সব প্রমাণ আমাদের হাতে রয়েছে। এমনকি, সু চি প্রশাসন যে কৌশলে রোহিঙ্গাদের সরাচ্ছে তাও স্পষ্ট।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply