জাপানে কর্মী নিয়োগ: বিভ্রান্তি না ছড়ানোর আহবান

|

জাপানে কর্মী নিয়োগের বিষয়ে বিভ্রান্তি না ছড়াতে আহবান জানিয়েছে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস। ক্রমাগত কর্মী সংকটে কারণে সম্প্রতি জাপানে সরাসরি কর্মী নিয়োগের একটি আইন পাস হয়।

সেখানে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে আটটি দেশ। দেশগুলো হচ্ছে ভিয়েতনাম, চীন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, মায়ানমার এবং পূর্ব এশিয়ার একটি দেশ।

ওই তালিকায় বাংলাদেশের নাম অন্তভূক্তির বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশি দূতাবাস।

তবে টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ প্রক্রিয়া আগের মতো অব্যাহত থাকবে। এক্ষেত্রে জাপানে কর্মী নিয়োগের বিষয়ে কোন আর্থিক লেনদেন কিম্বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য অনুরোধ জানিয়েছে টোকিওস্থ বাংলাদেশি দূতাবাস।

টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগের বিষয়াদি নিয়ে দূতাবাস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অথবা মন্ত্রণালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply