দোহারে ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলামের প্রচারণা গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৭ বাউলশিল্পী আহত হয়েছেন।
রোববার দুপুরে দোহারের নারিসা বাজার এলাকায় ভ্যানে করে বাউল শিল্পীরা মটরগাড়ির পক্ষে প্রচারণা চালান। এমন সময় ৭/৮ জন যুবক তাদের ওপর আতর্কিত হামলা চালায়। এতে ভ্যানে থাকা ৭ বাউলশিল্পী আহত হন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন বাউল শিল্পীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থীর হয়ে প্রচারণার চালানোর কারণেই তাদের ওপর প্রতিপক্ষের আক্রোশ। এসব হামলা-ভাংচুরের ঘটনায় তদন্তে নেমেছে থানা-পুলিশ। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টেলিফোনে জানান, হামলাকারীদের চিহ্নিত করার কাজ চলছে।
Leave a reply