ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালীর নিকটবর্তী উপকূলীয় অঞ্চলে সুনামির আঘাতে এখন পর্যন্ত ২২০ জনের অধিক নিহত ও ৮৪৩ জন আহত হয়েছে বলে জানায় দেশটির সরকারি সূত্র। তবে এ সুনামিতে কোন বিদেশী নাগরিক মারা যায়নি বলে জানিয়েছে তারা।
শনিবার স্থানীয় সময় রাত ৯:৩০ এ কোনরকম পূর্ব সতর্কতা ছাড়াই হঠাৎ করে উপকূলীয় অঞ্চলে সুনামি আঘাত হানে, এতে শতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়।
সূত্র জানাচ্ছে, আনাক ক্র্যাকাটোয়াতে আগ্ল্যুৎপাতের পর সাগরের নিচে ভূমিধ্বসের কারণে এই সুনামি হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রার মধ্যবর্তী সুন্দা প্রণালী জাভা সাগর ও ভারতীয় মহাসাগরকে একত্রিত করেছে।
এঘটনার পর আবারো সুনামি আঘাত হানতে পারে এমন সতর্কতা জারি করে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি স্থানীয় লোকজনকে দূরে নিরাপদ স্থানে সরে যেতে বলেছে।
ইন্দোনেশিয়ান রেড ক্রস কর্মকর্তা ক্যাথি মুলার বলেন, আমরা সর্বত্র শুধু ধ্বংসাবশেষ আর চূর্ণ বিচূর্ণ ঘরবাড়ি এবং যানবাহন দেখতে পাচ্ছি।
Leave a reply