মাঠে নেমেছে সেনাবাহিনী

|

সারাদেশে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ করতে সহায়তা করবেন তারা। নির্বাচনের পর ২ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর জানিয়েছে, সশস্ত্র বাহিনীর এ মোতায়েন ‘ইন এইড টু সিভিল পাওয়ার’- এর আওতায় হবে। প্রয়োজন অনুযায়ী রিটার্নিং কর্মকর্তাদের সাথে তারা সমন্বয়ের মাধ্যমে টহলসহ অন্যান্য আভিযানিক কার্যক্রম পরিচালনা করবে।

৩৮৯ উপজেলায় সেনাবাহিনী ও ১৮টি উপজেলায় নৌবাহিনী টহল দেবে। সীমান্তবর্তী ৮৭টি উপজেলায় কার্যক্রম পরিচালনা করবে বিজিবি। জরুরী প্রয়োজনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার ও পরিবহন বিমান প্রস্তুত রাখা হবে। ইভিএম সংক্রান্ত কারিগরি সহায়তা প্রদানে সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয় সদস্য প্রস্তুত বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply