প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার আবার বেড়েছে। পিইসিতে এবার পাস করেছে ৯৭.৫৯ ভাগ পরীক্ষার্থী। জেএসসিতে পাস করেছে ৮৫.৮৩ ভাগ। এসব পরীক্ষার কারণে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা ভীতি কেটে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে প্রধানমন্ত্রীর কাছে স্কুলের দুই স্তরের সমাপণী পরীক্ষার ফল হস্তান্তর করেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। ২০১৬-এর তুলনায় গতবছর পিইসিতে পাসের হার কমে হয়েছিল ৯৫.১৮ ভাগ। এবার সেটা আবার বেড়েছে। এই পরীক্ষায় ৩ লাখ ৬৮ হাজার ১৯৩ জন ক্ষুদে শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। এই স্তরের মাদ্রাসা পরীক্ষা ইবতেদায়ী পাসের হার ৯৭.৬৯ ভাগ। জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি’তে পাশের হার ৮৫.৮৩ শতাংশ। কিন্তু জিপিএ ফাইভ গতবছরের তুলনায় এক তৃতীয়াংশ কমেছে। এবার সেই সংখ্যা ৬৮ হাজার ৯৫। ঐচ্ছিক বিষয়ের নম্বর গণ্য না করায় এই ফল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী পরে নতুন বছরের জন্য বিনামূল্য পাঠ্যবই বিতরণ উৎসবের উদ্বোধন করেন।
Leave a reply