মিরপুরে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

|

রাজধানীর মিরপুরে বেশ কয়েকটি পোশাক কারাখানার শ্রমিকরা বেতন ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনে নেমেছেন। সকাল থেকেই নিজ নিজ কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

বেতন বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর না করায় সড়কে নামেন শ্রমিকরা। এসময় তারা বৃদ্ধি করা বেতন কার্যকরের দাবি জানান।

এদিকে এ ঘটনায় মিরপুর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। শ্রমিকদের দাবি বেতন বাড়িয়ে সরকারের যে সিদ্ধান্ত তা এখনো কার্যকর করা হয়নি। কয়েকটি পোশাক কারখানায় বেতন দিতেও গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ শ্রমিকদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply